সংবাদ শিরোনাম ::
এবার ২৪ ঘন্টার হিট অ্যালার্ট জারি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
চলমান তাপপ্রবাহ অব্যবাহত থাকায় ২৪ ঘন্টার হিট অ্যালার্ট জারি করা হয়েছে। শনিবার (৪ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এই হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ শনিবার (৪ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।
এর আগে তীব্র তাপপ্রবাহের কারণে ১৯ এপ্রিল প্রথম তিনদিনের হিট অ্যালার্ট জারি হরা হয়েছিলো। এরপর তা কয়েক ধাপে বাড়ানো হয়েছিলো। সবশেষ ২ মে (বৃহস্পতিবার) ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর।