‘এবার ভোট দিন, আর ভোট দিতে হবে না’!
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
ভোটের মুখে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে শোরগোল। ফ্লোরিডায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। আর সেখানেই তিনি জানান, নভেম্বরে ট্রাম্পকে ভোট দিলে আগামী ৪ বছরে তাদের আর ভোট দিতে হবে না। কী কারণে ট্রাম্পের এ মন্তব্য, তা এখনো স্পষ্ট নয়।
অনুষ্ঠানে উপস্থিতিদের উদ্দেশে ট্রাম্পবিলেন, তারা যেনো ভোটদানে অংশ নেন। এরপর রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর দাবি, এবার ভোট দিলে তাদের আর ভোট দিতে হবে না।
তিনি বলেন, এবার আপনারা বেরিয়ে এসে ভোট দিন, এরপর আর এসব করতে হবে না। আর ৪ বছর, তারপর সব ঠিক হয়ে যাবে। ৪ বছরে আপনাদের আর ভোট দিতে হবে না। সব কিছু ঠিক করে দেবো, যাতে আপনাদের আর ভোট দিতে না হয়।
সংবাদ সংস্থা রয়টার্স থেকে এই বিষয়ে ট্রাম্পের প্রচারের দায়িত্বে থাকা কর্তাদের সাথে যোগাযোগ করা হলেও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ডেমোক্র্যাটিকদের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রচারের দায়িত্বে যারা রয়েছেন, তারাও এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ট্রাম্পের ওই ধরনের বক্তব্যের পর হইচই শুরু হয়। অতীতে একবার ট্রাম্প দাবি করেছিলেন, যদি নভেম্বরে তিনি ক্ষমতায় ফেরেন, তবে একদিনের জন্য তাকে একনায়কের ভূমিকায় দেখা যাবে। মেক্সিকোর সাথে দক্ষিণের সীমান্ত তিনি বন্ধ করে দিবেন। যদিও