সংবাদ শিরোনাম ::
এডিসি হারুনের বরখাস্তের আদেশ প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:২৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
তিন নেতাকে শাহবাগ থানায় নিয়ে মারধরের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন-অর-রশীদের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। একইসাথে সাময়িক বরখাস্তকালীন সময়কে কর্তব্য পালনকাল হিসেবে বিবেচনা করার কথা বলা হয়।
১৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তার বরখাস্তের আদেশ প্রত্যাহারের কথা জানানো হয়েছে। ২০২৩ সালে ছাত্রলীগের ৩ নেতাকে শাহবাগ থানায় নিয়ে মারধরের ঘটনায় তিনি সাময়িক বরখাস্ত হন।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ অধিদপ্তরের পত্রের পরিপ্রেক্ষিতে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশীদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হলো।
তাতে আরো বলা হয়, সাময়িক বরখাস্তকাল কর্তব্যকাল হিসেবে গণ্য হবে।