সংবাদ শিরোনাম ::
এক হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ১২১ বার পড়া হয়েছে
ধর্ষণ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পর জামিন পেলেন হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হক। বুধবার (২৬ জুন) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এক হাজার টাকা মুচলেকায় তাকে জামিনের নির্দেশ দিয়েছেন।
এর আগে, মঙ্গলবার (২৫ জুন) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকায় রয়েল রিসোর্টে ২০২১ সালের ৩ এপ্রিল কথিত স্ত্রীসহ অবরুদ্ধ হন মামুনুল হক। পরে রিসোর্ট ভাঙচুর করে মামুনুলকে ছিনিয়ে নেয় তার অনুসারীরা। একই বছরের ১৮ এপ্রিল মোহাম্মদপুরের এক মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন তার সাথে থাকা ওই নারী।