ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এক টাকায় খাবার পাচ্ছে এতিম শিশুরা

নওগাঁ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর ছিন্নমূল হতদরিদ্র মানুষদের জন্য একটি অনন্য উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ডস প্যানেল’। মাত্র ১ টাকায় ভরপেট খাবার সরবরাহ করে আসছে এই সংগঠনটি। যা দরিদ্র ও অসহায় মানুষদের জীবনে এনেছে নতুন আশার আলো। এতে অসংখ্য মানুষ উপকৃত হচ্ছেন।

শুক্রবার (৫ জুলাই) নওগাঁ শহরের মরছুলা বালিকা উচ্চ বিদ্যালয়ে তারা বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রায় তিন শতাধিক এতিম শিশুদের জন্য খাবারের আয়োজন করে।

জানা যায়, ২০১৬ সালের ১২ ডিসেম্বর মাত্র ৩৯ জন সদস্য নিয়ে ‘ফ্রেন্ডস প্যানেল’ নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনটির যাত্রা শুরু হয়। এরপর থেকে সংগঠনটি নওগাঁ পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লায় বৃক্ষরোপণ,শীতবস্ত্র বিতরণ, এক টাকায় ফল ও ডাব বিতরণ, মানবতার দেয়াল স্থাপন এবং করোনাকালীন সময়ে সুরক্ষা সামগ্রী বিতরণসহ নানাবিধ সমাজসেবামূলক কাজে অংশ নিচ্ছে। আজকের কর্মসূচি পালন করে তারা ১০০তম সপ্তাহ উদযাপন করল।

আরও জানা যায়, প্রতি সপ্তাহের শুক্রবার জুম্মার নামাজ শেষে দুপুর ২টা থেকে ‘ফ্রেন্ডস প্যানেল’ এর সদস্যরা খাবার বিতরণ করেন। খাবারের মেনুতে ভাতের সঙ্গে মুরগির মাংস, মুরগির রোস্ট, ডিম-আলু তরকারি কিংবা ঝাল বিরিয়ানি ও মাছের ভুনা থাকে। এই উদ্যোগটি নিজ অর্থায়নে ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের অনুদানের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

ফ্রেন্ডস প্যানেল’ এর সভাপতি রিমন বলেন, আমরা লক্ষ্য করেছি, নওগাঁর অনেক মানুষ ঠিকমতো একবেলা খাবার জোগাড় করতে পারে না। তাদের মুখে হাসি ফোটানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

তিনি আরও জানান, প্রথমে কিছু বন্ধু ও পরিবারের সাহায্যে এই কার্যক্রম শুরু হলেও এখন এটি অনেক বড় আকার ধারণ করেছে। সংগঠনটির সাধারণ-সম্পাদক, মোহাম্মদ আলী বলেন, আমাদের মূল লক্ষ্য হলো, নওগাঁর প্রতিটি ছিন্নমূল ও হতদরিদ্র মানুষ যেন অন্তত একবেলা পেট ভরে খেতে পারে। আমরা চাই সমাজে একতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে। আগামীতে আমরা নওগাঁর সবচেয়ে ভালো মানের খাবার অসহায়, দুস্থ ও এতিমদের খাওয়ানোর পরিকল্পনা করছি।

স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং অন্যান্য স্থানে এ ধরনের কার্যক্রম পরিচালনার অনুপ্রেরণা পেয়েছে। বিভিন্ন সংগঠনও ‘ফ্রেন্ডস প্যানেল’ এর পাশে দাঁড়িয়েছে এবং তাদের কার্যক্রমে সহযোগিতা করছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, এ উদ্যোগটি আমাদের এলাকায় একটি বিশাল প্রভাব ফেলেছে। অনেক মানুষ এখন নিয়মিতভাবে খাবার খেতে পাচ্ছে, যা আগে সম্ভব ছিল না। এই ধরনের উদ্যোগ অন্য এলাকাতেও নেওয়া দরকার। ‘ফ্রেন্ডস প্যানেল’ আরও প্রসারিত করতে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ ও অন্যান্য সহায়তা চেয়েছে, যাতে আগামীতেওনিয়মিতভাবে বৃহৎ পরিসরে দুস্থ, অসহায় ও এতিমদেরকে অন্তত একবেলা ভালো খাবার খাওয়াতে পারে। এই উদ্যোগটি শুধু ছিন্নমূল মানুষদের খাদ্য সমস্যা সমাধান করছে না, বরং সমাজে মানবতার দৃষ্টান্ত স্থাপন করছে। আশা করা যায়, এই ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হবে এবং দেশের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক টাকায় খাবার পাচ্ছে এতিম শিশুরা

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪

নওগাঁর ছিন্নমূল হতদরিদ্র মানুষদের জন্য একটি অনন্য উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ডস প্যানেল’। মাত্র ১ টাকায় ভরপেট খাবার সরবরাহ করে আসছে এই সংগঠনটি। যা দরিদ্র ও অসহায় মানুষদের জীবনে এনেছে নতুন আশার আলো। এতে অসংখ্য মানুষ উপকৃত হচ্ছেন।

শুক্রবার (৫ জুলাই) নওগাঁ শহরের মরছুলা বালিকা উচ্চ বিদ্যালয়ে তারা বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রায় তিন শতাধিক এতিম শিশুদের জন্য খাবারের আয়োজন করে।

জানা যায়, ২০১৬ সালের ১২ ডিসেম্বর মাত্র ৩৯ জন সদস্য নিয়ে ‘ফ্রেন্ডস প্যানেল’ নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনটির যাত্রা শুরু হয়। এরপর থেকে সংগঠনটি নওগাঁ পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লায় বৃক্ষরোপণ,শীতবস্ত্র বিতরণ, এক টাকায় ফল ও ডাব বিতরণ, মানবতার দেয়াল স্থাপন এবং করোনাকালীন সময়ে সুরক্ষা সামগ্রী বিতরণসহ নানাবিধ সমাজসেবামূলক কাজে অংশ নিচ্ছে। আজকের কর্মসূচি পালন করে তারা ১০০তম সপ্তাহ উদযাপন করল।

আরও জানা যায়, প্রতি সপ্তাহের শুক্রবার জুম্মার নামাজ শেষে দুপুর ২টা থেকে ‘ফ্রেন্ডস প্যানেল’ এর সদস্যরা খাবার বিতরণ করেন। খাবারের মেনুতে ভাতের সঙ্গে মুরগির মাংস, মুরগির রোস্ট, ডিম-আলু তরকারি কিংবা ঝাল বিরিয়ানি ও মাছের ভুনা থাকে। এই উদ্যোগটি নিজ অর্থায়নে ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের অনুদানের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

ফ্রেন্ডস প্যানেল’ এর সভাপতি রিমন বলেন, আমরা লক্ষ্য করেছি, নওগাঁর অনেক মানুষ ঠিকমতো একবেলা খাবার জোগাড় করতে পারে না। তাদের মুখে হাসি ফোটানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

তিনি আরও জানান, প্রথমে কিছু বন্ধু ও পরিবারের সাহায্যে এই কার্যক্রম শুরু হলেও এখন এটি অনেক বড় আকার ধারণ করেছে। সংগঠনটির সাধারণ-সম্পাদক, মোহাম্মদ আলী বলেন, আমাদের মূল লক্ষ্য হলো, নওগাঁর প্রতিটি ছিন্নমূল ও হতদরিদ্র মানুষ যেন অন্তত একবেলা পেট ভরে খেতে পারে। আমরা চাই সমাজে একতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে। আগামীতে আমরা নওগাঁর সবচেয়ে ভালো মানের খাবার অসহায়, দুস্থ ও এতিমদের খাওয়ানোর পরিকল্পনা করছি।

স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং অন্যান্য স্থানে এ ধরনের কার্যক্রম পরিচালনার অনুপ্রেরণা পেয়েছে। বিভিন্ন সংগঠনও ‘ফ্রেন্ডস প্যানেল’ এর পাশে দাঁড়িয়েছে এবং তাদের কার্যক্রমে সহযোগিতা করছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, এ উদ্যোগটি আমাদের এলাকায় একটি বিশাল প্রভাব ফেলেছে। অনেক মানুষ এখন নিয়মিতভাবে খাবার খেতে পাচ্ছে, যা আগে সম্ভব ছিল না। এই ধরনের উদ্যোগ অন্য এলাকাতেও নেওয়া দরকার। ‘ফ্রেন্ডস প্যানেল’ আরও প্রসারিত করতে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ ও অন্যান্য সহায়তা চেয়েছে, যাতে আগামীতেওনিয়মিতভাবে বৃহৎ পরিসরে দুস্থ, অসহায় ও এতিমদেরকে অন্তত একবেলা ভালো খাবার খাওয়াতে পারে। এই উদ্যোগটি শুধু ছিন্নমূল মানুষদের খাদ্য সমস্যা সমাধান করছে না, বরং সমাজে মানবতার দৃষ্টান্ত স্থাপন করছে। আশা করা যায়, এই ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হবে এবং দেশের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়বে।