একেকটি মার্কেট ‘মৃত্যুকূপ’
- সংবাদ প্রকাশের সময় : ১১:২৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম মহানগরের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদীয়া প্লাজা পরিদর্শন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। শনিবার (২৯ জুন) দুপুরে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস্, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এএ এম হাবিবুর রহমান, উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী ও অথরাইজড অফিসার তানজিব হোসেন।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে ক্ষয়ক্ষতি সম্পর্কে অবগত হন সিডিএ চেয়ারম্যান। তিনি মার্কেটগুলোর বর্তমান অবস্থা ও অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন।
পরে তিনি তামাকুমন্ডি লেইন বণিক সমিতি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। বণিক সমিতির সভাপতি সরওয়ার কামাল ও সাধারণ সম্পাদক আহমেদ কবির দুলাল সিডিএর চেয়ারম্যানকে তামাকুমন্ডি লেনের ১১০টি মার্কেট ইমারত নির্মাণ বিধিমালা না মেনে করা হয়েছে বলে জানিয়েছেন। তারা বলেন, এসব মার্কেট একেকটি ‘মৃত্যুকূপ’।
এদিকে সিডিএ চেয়ারম্যানের নির্দেশে অগ্নিকান্ডের ঘটনায় সংস্থার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.এ.এম. হাবিবুর রহমানকে আহবায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলো-উপযুক্ত প্রতিনিধি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উপপ্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী, সহকারী অথরাইজড অফিসার মো. হামিদুল হক এবং সদস্য সচিব করা হয়েছে অথরাইজড অফিসার-২ মো. তানজিব হোসেন।