সংবাদ শিরোনাম ::
একনেকে ১১ উন্নয়ন প্রকল্প অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১১০ বার পড়া হয়েছে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৃহত্তর রংপুর অঞ্চলের পল্লী অবকাঠামো উন্নয়নসহ ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সভায় রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ লোকোমেটিভ ইঞ্জিন ও ১৫০টি মিটারগেজ কোচ ক্রয়ের বরাদ্দ বৃদ্ধি অনুমোদন দেওয়া হয়। এছাড়াও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ ও ঢাকার মিরপুরে তাঁত বোর্ড স্থাপনসহ ১১টি নতুন ও সংশোধিত উন্নয়ন প্রকল্পে একনেকে অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়াও পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদন দেওয়া ৩০টি প্রকল্পের বিষয়েও একনেককে অবহিত করা হয়েছে।