উপজেলা ভোট/ মাঝরাতে শেষ হচ্ছে প্রচার-প্রচারণা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট আগামী ৮ মে অনুষ্ঠিত হবে। সোমবার (৬ মে) মাঝরাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার-প্রচারণা। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে সব রকমের প্রস্ততি নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী ভোট কেন্দ্রে র্যাব, পুলিশের টহল টিম, মোবাইল টিম ও মোটরসাইকেল টিম। গরমের মধ্যে ভোটাররা যেন নির্বিঘ্নে দ্রুত ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনে প্রতিটি ভোট কেন্দ্রে অস্থায়ী বুথ স্থাপন করা হবে।
এদিকে, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরই নির্বাচনি প্রচারে নেমে পড়েন প্রার্থীরা। শুরু করেন জনসংযোগ। প্রার্থীরা প্রতীকের পোস্টার টানানোর পাশাপাশি মাইকেও প্রচার-প্রচারণা চালান।
ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিলো ১৫ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হয় ১৭ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিলো ২২ এপ্রিল। ১৫২ উপজেলার মধ্যে ইভিএমে ভোট হবে ২২ উপজেলায়। এছাড়া বাকিগুলোয় হবে ব্যালট পেপারে।
১৯৮৫ সালে উপজেলা পরিষদ চালু হওয়ার পর ১৯৯০ ও ২০০৯ সালে একদিনেই ভোট হয়েছেলেঅ। ২০১৪ সালে চতুর্থ উপজেলা নির্বাচন ৬ ধাপে ও ২০১৯ সালে ৫ ধাপে উপজেলা পরিষদের পঞ্চম ভোট হয়। বর্তমানে দেশে উপজেলা রয়েছে ৪৯২টি।