উপজেলা নির্বাচন/ তৃতীয় ধাপের ভোটের তফসিল ঘোষণা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে
উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। তৃতিয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ভোট অনুষ্ঠিত হবে। বুধবার (১৭ এপ্রিল) বেলা ৩টায় নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম এই তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, উপজেলা নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ সময় ২ মে। মনোনয়ন বাছাই ৫ মে। এছাড়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৬ মে থেকে ৮ মে পর্যন্ত। আর আপিল নিষ্পত্তি হবে ৯ থেকে ১১ মে পর্যন্ত। ১২ মে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৩ মে।
তৃতীয় ধাপের ভোটে ১১২ উপজেলার ২১টিতে ইভিএম-এ ভোট অনুষ্ঠিত হবে। এছাড়া বাকিগুলোতে ব্যালট বাক্সে ভোট নেয়া হবে।
এ বছর ৪ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ১৫০ উপজেলায় ভোটগ্রহণ হবে ৮ মে। দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় ভোট ২১ মে। তৃতীয় ধাপে ভোট ২৯ মে। আর চতুর্থ ধাপের ভোট হবে ৫ জুন।