সংবাদ শিরোনাম ::
উত্তাল সাগর, গুড়ি গুড়ি বৃষ্টি
উত্তম কুমার হাওলাদার,পটুয়াখালী
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে। শনিবার (২৯ জুন) সকাল থেকে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের তীব্রতাও বেড়েছে। নদনদীর পানির বেড়েছে।
উপকূলীয় এলাকা দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্বাবনায় পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী সংবাদ মাধ্যমকে জানান, উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর ফলে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এ কারণে উপকূলীয় এলাকায় অতিভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝড়ো বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।