সংবাদ শিরোনাম ::
উত্তরের ঈদযাত্রায় খুলে দেয়া হলো ৫ ফ্লাইওভার
সিরাজগঞ্জ প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০২:০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জের এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়কের ৫টি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে ফ্লাইওভারগুলো উন্মুক্ত করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় সেতুমন্ত্রী বলেন, গাড়ীর চাপ থাকলেও ঈদে যানজট হবে না। ঘরমুখী মানুষের জন্য ঈদ উপহার হিসেবে ফ্লাইওভার খুলো দেওয়া হচ্ছে।
তিনি বলেন, গত বছর ঈদেও কোনো যানজট হয়নি। আশাকরি এবারও হবে না। এর আগে, গাজীপুরে সাতটা ফ্লাইওভার যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
বান্দরবানের ঘটনাপ্রবাহ সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পাহাড়ে যৌথ অভিযান চলছে। পরিস্থিতি শিগগিরই নিয়ন্ত্রণে চলে আসবে। পাহাড় অশান্ত হওয়ার সুযোগ নেই।