ঈদের দিন বৃষ্টি হতে পারে, জানালো আবহাওয়া অফিস
- সংবাদ প্রকাশের সময় : ০২:৪৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
কোরবানীর ঈদের দিন সকালে বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়ার পূর্বাবাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়, ঈদের আগে ও পরে ময়মনসিংহ, রংপুর ও সিলেটে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে চট্টগ্রামে কিছুটা কম বৃষ্টি হবে। আর ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা খুব কম। ঢাকার মধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জে বৃষ্টি হতে পারে।
শুক্রবার (১৪ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ু র প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাব্না রয়েছে। ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু জায়গায়বজ্য বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় মাঝারী ধরনের বৃষ্টিপাত হতে পারে।
ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের কোথাও ভারী বর্ষণ হতে পারে। খুলনা বিভাগসহ রাজশাহী এবং পাবনা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।