ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিবস্ত্র করে র‍্যাগিং, তিন ছাত্রলীগ কর্মী বহিষ্কার

কুষ্টিয়া প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩২:২৫ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লালন শাহ হলের গণরুমে বিবস্ত্র করে র‍্যাগিংয়ের ঘটনায় জড়িত ছাত্রলীগের তিন কর্মীতে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ৩ কর্মীকে এক বছরের জন্য (২ সেমিস্টার) বহিষ্কার ও ছাত্রলীগ নেতাসহ দুইজনকে সতর্ক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে ও ছাত্র শৃঙ্খলা কমিটির ১৩ তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রোববার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

১ বছরে জন্য বহিষ্কৃতরা হলো- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাগর প্রামাণিক, একই বিভাগের উজ্জ্বল এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মুদ্দাসসির খান কাফি। এরা ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের অনুসারী।

এ ঘটনায় অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নাসিম আহমেদ মাসুম ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মিসনো আল আসনাওয়ীকে সতর্ক করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে আগামী ৭ দিনের মধ্যে লিখিত জবাব দেয়ার জন্য বলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত হলে তাদের স্থায়ী বহিষ্কার করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৭ ফেব্রুয়ারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের গণরুমে এক ছাত্রকে রাতে বিবস্ত্র করে র‌্যাগিংয়ের ঘটনা ঘটে। এ সময় তার বাবা-মা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তাকে উলঙ্গ অবস্থায় সিনিয়ররা তাকে পর্নোগ্রাফি দেখতে বাধ্য করে। এ ঘটনায় পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে তদন্ত কমিটির প্রতিবেদনে ঘটনার সত্যতা উঠে আসে। এবং উভয় তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর জড়িতদের শাস্তির সুপারিশ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিবস্ত্র করে র‍্যাগিং, তিন ছাত্রলীগ কর্মী বহিষ্কার

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩২:২৫ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লালন শাহ হলের গণরুমে বিবস্ত্র করে র‍্যাগিংয়ের ঘটনায় জড়িত ছাত্রলীগের তিন কর্মীতে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ৩ কর্মীকে এক বছরের জন্য (২ সেমিস্টার) বহিষ্কার ও ছাত্রলীগ নেতাসহ দুইজনকে সতর্ক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে ও ছাত্র শৃঙ্খলা কমিটির ১৩ তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রোববার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

১ বছরে জন্য বহিষ্কৃতরা হলো- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাগর প্রামাণিক, একই বিভাগের উজ্জ্বল এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মুদ্দাসসির খান কাফি। এরা ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের অনুসারী।

এ ঘটনায় অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নাসিম আহমেদ মাসুম ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মিসনো আল আসনাওয়ীকে সতর্ক করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে আগামী ৭ দিনের মধ্যে লিখিত জবাব দেয়ার জন্য বলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত হলে তাদের স্থায়ী বহিষ্কার করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৭ ফেব্রুয়ারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের গণরুমে এক ছাত্রকে রাতে বিবস্ত্র করে র‌্যাগিংয়ের ঘটনা ঘটে। এ সময় তার বাবা-মা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তাকে উলঙ্গ অবস্থায় সিনিয়ররা তাকে পর্নোগ্রাফি দেখতে বাধ্য করে। এ ঘটনায় পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে তদন্ত কমিটির প্রতিবেদনে ঘটনার সত্যতা উঠে আসে। এবং উভয় তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর জড়িতদের শাস্তির সুপারিশ করে।