ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আ’ লীগ নেতাদের নির্ভয়ে ঘরে ফেরার আহ্বান বিএনপির

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১০:১০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে রাজনৈতিক দলগুলোর সাথে বিশেষ মতবিনিময় সভা করেছে প্রশাসন। সভায় বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নেতাদের নির্ভয়ে ঘরে ফেরার আহ্বান জানানো হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, বিএনপির রাজনৈতিক শিক্ষা সহমর্মিতার। একটি কুচক্রী মহল যশোরে যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে তা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল প্রতিহত করতে সক্ষম হয়েছে। সবার থেকে পুলিশকে মাঠে নেমে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানানো হয়।

বুধবার (৭ আগস্ট) জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মাসুদ আলম, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের আমির অধ্যাপক রুহুল কুদ্দুস, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মর্তুজা ছোট, প্রস্তাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, হেফাজত ইসলাম যশোরের সাধারণ সম্পাদক মাওলানা নাসিরুল্লাহসহ বিভিন্ন দলের বক্তব্য রাখেন।

সভায় বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বিশৃঙ্খলা সংঘাত ঠেকাতে হবে। সরকার পতনের পর যশোরে হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে সুরক্ষা প্রদান করা হয়েছে। যে দুই একটি ঘটনা ঘটেছে তা আওয়ামী লীগের লোকজন সংঘটিত করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এজন্য আওয়ামী লীগ নেতাদের ঘরে ফিরে আসার আহ্বান জানান তিনি। একইসাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে মাঠে নামার আহ্বান জানান এবং সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভায় পুলিশ সুপার মাসুদ আলম বলেন, যশোরের মানুষ ও আন্দোলনকারীদের উদারতা ও সহনশীলতার কারণে পুলিশ কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাজনৈতিক ছত্রছায়ায় যেসব পুলিশ সদস্য জনগণের উপরে অন্যায় অত্যাচার করেছেন সেইসব নিপীড়ক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষার্থী, রাজনৈতিক দল ও প্রশাসনের সদসদের নিয়ে কমিটি গঠন, মাইকিং, কমিউনিটি পেট্রোলিং ও সেনা সদস্যদেরসাথে পুলিশকে মাঠে নামানোর সিদ্ধান্ত হয়। একইসাথে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১২ টায় সম্প্রতি র্্যালি বের করার সিদ্ধান্ত গৃহিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আ’ লীগ নেতাদের নির্ভয়ে ঘরে ফেরার আহ্বান বিএনপির

সংবাদ প্রকাশের সময় : ০৮:১০:১০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে রাজনৈতিক দলগুলোর সাথে বিশেষ মতবিনিময় সভা করেছে প্রশাসন। সভায় বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নেতাদের নির্ভয়ে ঘরে ফেরার আহ্বান জানানো হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, বিএনপির রাজনৈতিক শিক্ষা সহমর্মিতার। একটি কুচক্রী মহল যশোরে যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে তা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল প্রতিহত করতে সক্ষম হয়েছে। সবার থেকে পুলিশকে মাঠে নেমে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানানো হয়।

বুধবার (৭ আগস্ট) জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মাসুদ আলম, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের আমির অধ্যাপক রুহুল কুদ্দুস, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মর্তুজা ছোট, প্রস্তাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, হেফাজত ইসলাম যশোরের সাধারণ সম্পাদক মাওলানা নাসিরুল্লাহসহ বিভিন্ন দলের বক্তব্য রাখেন।

সভায় বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বিশৃঙ্খলা সংঘাত ঠেকাতে হবে। সরকার পতনের পর যশোরে হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে সুরক্ষা প্রদান করা হয়েছে। যে দুই একটি ঘটনা ঘটেছে তা আওয়ামী লীগের লোকজন সংঘটিত করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এজন্য আওয়ামী লীগ নেতাদের ঘরে ফিরে আসার আহ্বান জানান তিনি। একইসাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে মাঠে নামার আহ্বান জানান এবং সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভায় পুলিশ সুপার মাসুদ আলম বলেন, যশোরের মানুষ ও আন্দোলনকারীদের উদারতা ও সহনশীলতার কারণে পুলিশ কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাজনৈতিক ছত্রছায়ায় যেসব পুলিশ সদস্য জনগণের উপরে অন্যায় অত্যাচার করেছেন সেইসব নিপীড়ক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষার্থী, রাজনৈতিক দল ও প্রশাসনের সদসদের নিয়ে কমিটি গঠন, মাইকিং, কমিউনিটি পেট্রোলিং ও সেনা সদস্যদেরসাথে পুলিশকে মাঠে নামানোর সিদ্ধান্ত হয়। একইসাথে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১২ টায় সম্প্রতি র্্যালি বের করার সিদ্ধান্ত গৃহিত হয়।