সংবাদ শিরোনাম ::
আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে শিশুর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর হাতিয়ায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম-মো.মান্না (১২)। সে হাতিয়া উপজেলার ইসলামপুর গ্রামের মোক্তার বাড়ির নবীর উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টার দিকে দিকে হাতিয়া উপজেলার ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে অস্বাভাবিক জোয়ারের পানিতে নিঝুমদ্বীপের ৯টি গ্রাম পানিতে ডুবে যায়। ফলে অনেকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়। মৃত শিশু মান্না ও তার পরিবারের সদস্যদের সাথে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়। পরে মঙ্গলবার (২৮ মে) সকালে দিকে বাড়ি ফেরার পথে শিশু মান্না অসাবধানতাবশত গর্তে পড়ে মারা যায়।
হাতিয়া ইউএনও শুভাশীস চাকমা বলেন, শিশুটি আশ্রয় কেন্দ্রে থেকে বাড়ি যাওয়ার পথে মারা যায়।