আর রাজনীতিতে ফিরবেন না শেখ হাসিনা: বিবিসিকে জয়
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
আন্দোলনের মুখে বোন রেহেনাকে নিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা । ইতোমধ্যে দিল্লি পৌঁছেছেন আওয়ামী লীগের সভানেত্রী । ভারতীয় সরকারের একটি সূত্র জানিয়েছে, সোমবার( ০৫ আগস্ট) ভারতের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনার বহনকারী হেলিকপ্টার ।
জানা গেছে, ভারতের উত্তর প্রদেশের ওই বিমান ঘাঁটি দেশটির রাজধানী নয়াদিল্লির কাছে । শেখ হাসিনাকে এখন নয়াদিল্লিতে একটি সেফ হাউজে নেয়া হচ্ছে । সেখানেই তিনি কয়েকদিন অবস্থান করবেন বলে জানিয়েছে ভারত সরকারের একটি সূত্র ।
এদিকে শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় । সোমবার শেখ হাসিনার দেশ ছাড়ার পর বিবিসিকে তিনি বলেছেন, এত কঠোর পরিশ্রমের পরও তার বিরুদ্ধে একটি গোষ্ঠী বিরোধিতা করেছে । এ জন্য তিনি খুব হতাশাগ্রস্ত ।
সোমবার পর্যন্ত শেখ হাসিনার উপদেষ্টা থাকা জয় আরও জানিয়েছেন তার মা শেখ হাসিনা রোববার( ০৪ আগস্ট) থেকেই পদত্যাগের কথা বিবেচনা করছিলেন । অবশেষে তিনি নিজের নিরাপত্তার জন্য দেশ ছেড়েছেন । ক্ষমতায় তার মাকে সমর্থন করে জয় বলেন, তিনি বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছেন । তিনি যখন ক্ষমতা নিয়েছেন তখন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে মনে করা হতো । এটি ছিল একটি দরিদ্র দেশ ।
জয় বলেন, সোমবার পর্যন্ত এ দেশটিকে এশিয়ার উদীয়মান অন্যতম এক টাইগার হিসেবে মনে করা হচ্ছিল । এ জন্য তিনি খুব হতাশ । তবে বিক্ষোভকারীদের কঠোর হস্তে দমনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জয় । তিনি বলেছেন, রোববারও পিটিয়ে ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে । ফলে যখন লোকজন মানুষকে পিটিয়ে মেরে ফেলছে তখন পুলিশ কি করবে বলে আপনি মনে করেন?