আরো তিন উপজেলার ভোট স্থগিত
- সংবাদ প্রকাশের সময় : ০২:৩৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় রেমালের কারণে দেশের আরো তিন উপজেলার ভোট (vot) স্থগিত করেছে নির্বাচন কমিশন Nirbachon comison)। এর ফলে বুধবার (২৯ মে) ৮৭টি উপজেলায় (upozila)অনুষ্ঠিত হবে।
নতুন করে স্থগিত হওয়া উপজেলাগুলো হলো-চাঁদপুরের ফরিদগঞ্জ (faridgonj)ও কচুয়া উপজেলা এবং নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতিয় ধাপে ২৯ মে (বুধবার) ভোট হওয়ার কথা ছিলো।
এর আগে, সোমবার (২৭ মে) নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম তৃতীয় ধাপের ১৯ উপজেলার নির্বাচন স্থগিতের কথা জানিয়েছিলেন।
তৃতিয় ধাপে নির্বাচনে ১০৯টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। দুইদফায় ২২টি উপজেলার নির্বাচন স্থগিত করায় ২৯ মে ৮৭টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।
এরআগে স্থগিত করা উপজেলাগুলো হলো-খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া। বাগেরহাটের শরনখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা। বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া। পিরোজপুরের মঠবাড়িয়া। পটুয়াখালীর সদর, মির্জাগঞ্জ (mirgagong) ও দুমকি। ভোলার তজুমদ্দিন ও লালমোহন। বরগুনার বামনা ও পাথরঘাটা (pathargata), ঝালকাঠির রাজাপুর (rajapur) ও কাঠালিয়া এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা।
সারা দেশে দেশে চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছে ৮ মে থেকে। শেষ ধাপে ভোট হবে ৫ জুন পর্যন্ত।