সংবাদ শিরোনাম ::
‘আমরা বন্ধু, জীবনসঙ্গী নই’
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
স্ত্রীর সাথে বিচ্ছেদের কথা জানালেন জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। বুধবার (৩১ জুলাই) রাতে ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘দেশের এই পরিস্থিতিতে কোনো কিছু জানাতে সংকোচ বোধ করছি। তারপরও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে।’
‘আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা ২০ জুলাই এ সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দু’জনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব’-লিখেছেন শুভ।
স্ত্রী অর্পিতা সমাদ্দারের সাথে সাড়ে ৯ বছরের দাম্পত্যজীবনের ইতি টানলেন। গত ২০ জুলাই তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের মেয়ে অর্পিতাকে বিয়ে করেন নায়ক শুভ। স্ত্রী অর্পিতা পেশায় ফ্যাশন ডিজাইনার।