‘আমরা কারো কাছে হাত পেতে চলবো না, আত্মমর্যাদাবোধ নিয়ে চলবো’
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৯:১০ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন দেশের সাথে কার বিরোধ তা বিবেচ্য নয়, বাংলাদেশ শান্তি চায়। উন্নয়নে যারা সহযোগী হবে তাদের নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। রোববার (২ জুন) গণভবনে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটের ভিডিওচিত্র তৈরি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, অতীতে ইতিহাস বিকৃতির চেষ্টা করা হয়েছে, তবে এখন তা বন্ধ হয়েছে। চর্চা হচ্ছে সঠিক ইতিহাস।
তিনি আরও বলেন, কারো কাছে আমরা হাত পেতে চলবো না। আত্মমর্যাদাবোধ নিয়ে চলবো, এটাই আমাদের মাথায় রাখতে হবে। এক শ্রেণীর মানুষ আছে যারা জ্ঞানীগুণী হলেও দেশের উন্নয়ন ও অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
সরকার প্রধান বলেন, স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক হবে তরুণরা। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করতে হবে। রেহানা ও আমি ছেলেমেয়েদের একটা জিনিস শিখিয়েছি, যে তোমাদের জন্য কোন সম্পদ রেখে যেতে পারব না। তোমাদের সম্পদ একটাই , অঅর তা হলো শিক্ষা।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক বিভিন্ন পর্যায়ে বিজয়ীদের হাতে সম্মাননাপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন। ভিডিওচিত্র দেখে অভিভূত ও আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী।