আমতলীতে নারিকেল গাছের চারা বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
বরগুণা জেলার আমতলী উপজেলার ৬ হাজার সাত’শ চাষি বিনামুল্যে পেলো সার-বীজ ও নারিকেল গাছের চারা। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব সার-বীজ ও চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাঃ রফিকুল ইসলাম।
আমতলী ইউএনও মুহাম্মদ আশরফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মুহাঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান, ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খাঁন, নারী ভাইস চেয়ারম্যান জেসিকা তারতিলা জুথি, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ড. আবু সৈয়দ মোঃ জোবায়দুল আলম, অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (উদ্যাণ) সিএম রেজাউল করিম, সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান, বরগুনা জেলা বার সহ-সভাপতি অ্যাড. মহসিন মিয়া, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ ঈশার সঞ্চালনায় বক্তব্য রাখেন-ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন, সোহেলী পারভীন মালা, অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি প্রমুখ।