ঢাকা ১২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আবারও বন্যার পদধ্বনি, আশ্রয়কেন্দ্র প্রস্তুত

সিলেট ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেটে গত মাসের শেষের দিকে বন্যা দেখা দেয়। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি-রাস্তাঘাট। এসময় পানিবন্দি হয়ে পড়ে লাখো মানুষ। এর ঠিক দুই সপ্তাহের মাথায় সিলেটে ফের বন্যা শঙ্কা। গত ২৪ ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সাথে সিলেটেও বৃষ্টি হচ্ছে। ফলে সিলেটে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের আশঙ্কা করা হচ্ছে।

এমনটি হলে সিলেটে আবারো বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এরইমধ্যে ৫৫১ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যেগুলো ২৯ মে বন্যার সময় প্রস্তুত করা হয়েছিলো।

তথ্যমতে, ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে বুধবার (১২ জুন) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (১৩ জুন) সকালা ৯টা পর্যন্ত ৩৪৯ মিলি মিটর বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, সিলেটে বুধবার (১২ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৩ জুন) সকালা ৬টা পর্যন্ত ৪.৬ মিলি মিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর বৃহসইপতবার (১৩ জুন) সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত ১৮৬ মিলি মিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সিলেটের আকাশে বজ্রমেঘ রয়েছে। ফলে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, সিলেট জেলা প্রশাসন পক্ষ থেকে দুর্যোগ পরিস্থিতি বিবেচনা করে ছুটির সময়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সব কর্মকর্তাকে প্রস্তুতি রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোয় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা দেখা দেয়ায় সতর্কতা জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবারও বন্যার পদধ্বনি, আশ্রয়কেন্দ্র প্রস্তুত

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেটে গত মাসের শেষের দিকে বন্যা দেখা দেয়। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি-রাস্তাঘাট। এসময় পানিবন্দি হয়ে পড়ে লাখো মানুষ। এর ঠিক দুই সপ্তাহের মাথায় সিলেটে ফের বন্যা শঙ্কা। গত ২৪ ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সাথে সিলেটেও বৃষ্টি হচ্ছে। ফলে সিলেটে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের আশঙ্কা করা হচ্ছে।

এমনটি হলে সিলেটে আবারো বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এরইমধ্যে ৫৫১ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যেগুলো ২৯ মে বন্যার সময় প্রস্তুত করা হয়েছিলো।

তথ্যমতে, ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে বুধবার (১২ জুন) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (১৩ জুন) সকালা ৯টা পর্যন্ত ৩৪৯ মিলি মিটর বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, সিলেটে বুধবার (১২ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৩ জুন) সকালা ৬টা পর্যন্ত ৪.৬ মিলি মিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর বৃহসইপতবার (১৩ জুন) সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত ১৮৬ মিলি মিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সিলেটের আকাশে বজ্রমেঘ রয়েছে। ফলে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, সিলেট জেলা প্রশাসন পক্ষ থেকে দুর্যোগ পরিস্থিতি বিবেচনা করে ছুটির সময়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সব কর্মকর্তাকে প্রস্তুতি রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোয় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা দেখা দেয়ায় সতর্কতা জারি করা হয়েছে।