আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
পাবনা জেলা গোয়েন্দা শাখা ও সাঁথিয়া থানার যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।রবিবার (১৪ জুলাই) যাত্রাবাড়ী থানা পুলিশ চেকপোস্ট অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, ডাকাতি হওয়া ভিকটিমের ব্যবহৃত একটি মোবাইল ফোন, তিনটি ককটেল, একটি স্লাই রেঞ্জ, ডাকাতি কাজে ব্যবহৃত ৫টি-শার্ট এবং প্যান্ট, ব্যবহৃত ৮টি মোবাইল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টায় পাবনা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনার পুলিশ সুপার আ. আহাদ ।
গ্রেফতাররা হলো-শাকিল হোসেন যদু (২৩), সিয়াম হোসেন (১৯), আরিফ প্রামানিক (২৮), সুজন মোল্লা (৩৫), আ. বাতেন (২৮), আ. মতিন (৪০), সানোয়ার হোসেন সানু (২৭),সাব্বির দুখু (২২)।
পুলিশ সুপার জানান, ১০ জুলাই রাতে পাবনা সাঁথিয়া উপজেলার গোপীনাথপুরে ভুক্তভোগী আতিকুর রহমান জুয়েল (৩৫) এর শোবার রুমের দরজা ভেঙ্গে ১৪/১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। একজন ডাকাত তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভুক্তভোগী জুয়েলের ডান হাতের কবজির উপরে ও পেটের ডান পার্শ্বে আঘাত করে জখম করে।
এরপর রশি দিয়ে তাকে এবং তার স্ত্রীর হাত পা বেধে জিম্মি করে ঘরে থাকা কাঠের শোকজ এর তালা ভাঙ্গে ৩ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ টাকা সহ ২টি মোবাইল ফোন ডাকাতি করে দ্রুত পালিয়ে যায়।