সংবাদ শিরোনাম ::
আনার হত্যা/ কসাই জিহাদ ফের ১৪ দিনের হেফাজতে
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় গ্রেপ্তার কসাই জিহাদ হাওলাদারকে ফের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে ভারতের একটি আদালত।
শুক্রবার (২১ জুন) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসত জেলা ও দায়রা আদালত এই নির্দেশ দেন। জিহাদ হাওলাদার বর্তমানে দমদমের কেন্দ্রীয় কারাগারে রয়েছে।
এদিকে,বাবার হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিতে আগামী কলকাতা যেতে পারেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
উল্লেখ্য,চলতি বছরের ২৩ মে জিহাদকে পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর ২৪ মে প্রথমবার তাকে বারাসাত আদালতে তোলা হয়। দুই দফায় ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। সিআইডি রিমান্ড শেষে গত ৭ জুন আদালতে তোলা হলে প্রথম দফায় ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলো বিচারক।