আদমদীঘিতে মাদকসহ কারবারি গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধ নেশা জাতীয় মাদকদ্রব্য ১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শিপন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত শিপন ইসলাম ওরফে রবিন (৩০) আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের ডালম্বা গ্রামের কাশেম সরদারের ছেলে। তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে শনিবার (২৯ জুন) দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী বলেন, শুক্রবার (২৮ জুন) রাত সাড়ে ৮টার সময় উপজেলার সদর ইউনিয়নের ডালম্বা গ্রামের দক্ষিণ পাড়া সংলগ্ন নওগাঁ বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশে ফাঁকা জায়গায় মাদকদ্রব্য কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় আসামি রবিনকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে নেশা জাতীয় মাদকদ্রব্য দশ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটককৃত আসামি শিপনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।