আদমদীঘিতে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১০২ বার পড়া হয়েছে
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেব পাড়া রেলওয়ে পরিত্যক্ত রেস্ট হাউসের সামনে পাকা রাস্তার উপর থেকে দেশীয় অস্ত্রসহ আন্তঃ ডাকাত চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।
সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন বলেন, আন্তঃ ডাকাত দলের সদস্যরা সোমবার (২৫ মার্চ) রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকার রেলওয়ের পরিতাক্ত রেস্ট হাউজের সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফকৃতরা হলো-সামসুল হক (৫৪), আব্দুর রশিদ (৪৮) ও রফিকুল ইসলাম (৪৫)।
সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাতে গ্রেপ্তার ডাকাত দলের তিন সদস্যের বিরুদ্ধে আদমদীঘি থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।