সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০২:৪৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
নওগাঁর আত্রাইয়ে আবুবক্কর (৬) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে উপজেলার সিংসাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
জানা যায়, বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির উঠানে খেলা করছিল শিশু আবুবক্কর। খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের জলাশয়ের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে।
খোঁজাখুজির এক পর্যায়ে ওই জলাশয়ের পানিতে শিশু আবুবক্করকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আত্রাই থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, ঘটনাটি হৃদয় বিদারক। প্রত্যেক অভিভবাককে বন্যা মৌসুমে সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে।