আত্মহত্যার হুমকি মেডিকেলের ৪২ শিক্ষার্থীর
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে
রাজশাহী নগরীর শাহমখদুম মেডিকেল কলেজের ৪২ শিক্ষার্থীর অনিশ্চিত হয়ে পড়েছে শিক্ষা জীবন। প্রতারণা শিকার বলে অভিযোগ করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়েছিলেন তারা। শিক্ষাজীবন নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা আত্মহত্যার হুমকি দিচ্ছে।
শনিবার (২৩ মার্চ) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে আত্মহত্যার হুমকি দেন শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরাও ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেডিকেল কলেজের নবম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান মুন্না। সঙ্গে ছিলেন একই ব্যাচের ইশতিয়াকুল হাসান ও সাবিয়া খাতুন।
এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, কলেজ কর্তৃপক্ষ তাদের প্রত্যেকেই ১৫ থেকে ১৮ লাখ টাকা নিয়েছে। মেডিকেল কলেজের চেয়ারম্যান জিল্লার রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীনের প্রতারণার শিকার হয়েছেন তারা।
লিখিত বক্তব্যে মেডিকেল শিক্ষার্থী মেহেদী হাসান মুন্না বলেন, বাবা-মা লাখ লাখ টাকা খরচ করে পড়াশোনা করতে পাঠিয়েছেন। কিন্তু এখন চিকিৎসক হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে শাহমখদুম মেডিকেল কলেজের চেয়ারম্যান জিল্লার রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীনের প্রতারণার কারণে।
শাহমখদুম মেডিকেল কলেজে ২০২০-২১ সেশন এবং ২০২১-২২ সেশনে পত্রিকায় বিজ্ঞাপন দেখে কলেজে ভর্তি হয় তারা। বিজ্ঞাপনে উল্লেখ করা হয়, শাহমখদুম মেডিকেল কলেজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদিত এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। কিন্তু ভর্তির দুই বছর পার হলে শিক্ষার্থীরা জানতে পারে শাহমখদুম মেডিকেল কলেজটি বিএমডিসির কর্তৃক অনুমোদন নাই। এছাড়া প্রতিষ্ঠানটি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নয়। এক কথায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাদের ভুয়া ও চটকদার বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের ভর্তি করিয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে।
ফলে শিক্ষার্থীদের জীবন অনিশ্চয়তার মুখে ফেলেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে সুরাহার জন্য শাহ মখদুম মেডিকেল কলেজের চেয়ারম্যান জিল্লার রহমান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের (সাবেক সচিব) এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীনকে জানালে তারা বলে কলেজের অধিভুক্তি ও অনুমোদন রয়েছে।
আবারও তারা আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের থেকে কয়েক ধাপে উন্নয়ন ফির নাম করে ১২ থেকে সর্বোচ্চ ১৮ লাখ টাকা নিয়েছে। তারা বলেন, একজন অবসরপ্রাপ্ত সচিব প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তখন আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয় তাদের কথায়।
এরপরে ব্যবস্থাপনা পরিচালক মুহূর্তের মধ্যে বিনা নোটিশে শিক্ষার্থীদেরকে হোস্টেল থেকে বের করে দেন। এইও বলেন, হোস্টেল ত্যাগ করতে না পারলে তোমাদের জান ও মালের নিরাপত্তা কেউ দিবে না। এ বিষয়ে আমরা চন্দ্রিমা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি যার তদন্ত চলমান।
শিক্ষার্থীরা বলেন, এখন আমাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত। আমরা চিকিৎসা শিক্ষা ব্যবসায়ী প্রতারক মনিরুজ্জামান স্বাধীন ও জিল্লার রহমানের প্রতারণার ফাঁদে পড়ে আর্থিক, মানসিক এবং সার্বিকভাবে বিপর্যস্ত। আমাদের ৪২ জন শিক্ষার্থী চিকিৎসক হওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ার পথে। এ বিষয়ে আমরা আদালতে পৃথক পৃথকভাবে ২১ টি মামলা দায়ের করেছি। প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারের সব দফতরে লিখিতভাবে জানিয়েছি ।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা শিক্ষার্থী নাইমুল ইসলামের বাবা আমিরুল ইসলাম বলেন, তিনি একটি স্কুলে শিক্ষকতা করেন। সন্তানের মেডিকেল পড়াশোনার জন্য তিনি ঋণ করেছেন ৫ লাখ টাকা। একই সাথে তিনি দুই বিঘা ধানি জমি বিক্রি করেছেন ১২ লাখ টাকায়। এখন তিনি টাকা ও সন্তানের জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন। তিনি বলেন, সন্তানকে এখন দেখে রাখতে হয়। শিক্ষাজীবন, টাকা টেনশনে আত্মহত্যা না করে বসে। আমরা সন্তানদের শিক্ষাজীবন নিশ্চিতের দাবি জানায়।
মেডিকেল কলেজের চেয়ারম্যান জিল্লার রহমান (সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব) বলেন, এক বছর আগে পদত্যাগ করেছি। ভর্তির বিষয়গুলো আমি জানিনা। আমি কাউকে ভর্তি করায়নি। কারও থেকে টাকাও নেয়নি। আমার সাথে কোন সংশ্লিষ্টতা নেই। আমি কোন কমিটির মিটিংয়ে যায়নি।
মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীনের সাথে যোগাযোগ করা হলে তিনি লিখিত বক্তব্য পাঠান। এতে লেখা আছেÑ শাহ্মখদুম মেডিকেল কলেজ (শামেক) ২০২০ সালে ৭ম ব্যাচ শিক্ষাক্রম চলমান থাকা অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠানটির বিদ্যমান ছাত্র-ছাত্রীদের মাইগ্রেশন এবং পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তি বন্ধ করেন। এই বন্ধ আদেশটি মহামান্য সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ স্টে (ঝঃধ) করেন। ফলে ২১ ও ২২ সালে আদালতের নির্দেশনা অনুযায়ী ৪১ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। তারা বুঝেই ভর্তি হয়েছেন। প্রতারণার সুযোগ নাই। মামলা করায় ক্ষিপ্ত হয়ে অথবা অদৃশ্য কোন শক্তির ইশারায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) এই শিক্ষার্থীাদের রেজিষ্ট্রেশন দিচ্ছেনা। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরাও দু’টি মামলা হাইকোর্টে করেছে এবং আদালত বিষয়টি নিষ্পত্তি করার নির্দেশও দিয়েছেন।
রাজশাহী সদর আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা বলেন, বিষয়টি আমি জানি। বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলব। যেনো এই শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে না পড়ে।