আতঙ্ক বাড়াচ্ছে ডায়রিয়া, দুই শিশুসহ ৭ জনের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫২:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
ভারতের মধ্যপ্রদেশের মান্ডলা জেলায় ডায়রিয়া আতঙ্কে ভুগছে। গত ১০ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই শিশু ও পাঁচ নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে ১৫০ জন। আদিবাসী অধ্যুষিত এ জেলাটিতে জলবাহিত রোগ চিন্তা বাড়িয়েছে।
দেশটির প্রশাসন সূত্রে খবর, মান্ডলা জেলার ঘুঘরি ব্লকের দেবরাহা বাহমনি ও বিছিয়া ব্লকের মাঝোপুর গ্রামে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। মৃত ৭ জনের মধ্যে ৪ জন ছিলো দেবরাহা বাহমনি গ্রামের। আর অন্য ৩ জনের বাড়ি মাঝোপুর গ্রামে। তারা
মান্ডলার এক চিকিৎসক যতীন্দ্র ঝারিয়া জানান, ডায়রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ১৫০ জন। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানন, স্বাস্থ্যদপ্তরের তৈরি মেডিক্যাল দল কাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক প্রচারও চালানো হচ্ছে।
ঝারিয়া জানান, আদিবাসী অধ্যুষিত গ্রামগুলোতে কীভাবে ডায়েরিয়া ছড়িয়েছে তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের দল পাঠানো হয়েছে। একই সাথে পাশের গ্রামগুলোতে যাতে ডায়েরিয়া ভয়ানক রূপ ধারণ করতে না পারে সেদিক নজর রাখা হচ্ছে।