আটঘরিয়া পৌরসভার ১৬ কোটি টাকার বাজেট ঘোষণা
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে
পাবনার আটঘরিয়া পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত ও সাধারণ বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুন) দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে ১৬ কোটি ২১ লাখ ১৮ হাজার তিরানব্বই টাকার বাজেট ঘোষণা করেন মেয়র শহিদুল ইসলাম রতন।
এ সময় বক্তব্য রাখেন দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ প্রধান শিক্ষক জিল্লুর রহমান।
আরও উপস্থিত ছিলেন-সহকারী প্রকৌশলী জীবন কুমার রায়, উপসহকারী প্রকৌশলী আলমাস আলী, হিসাব রক্ষক কাজী নাজমুল হক, সখিনা খাতুন, সখিনা খাতুন, কাউন্সিল আলফা খাতুন, বিপ্লব হোসেন, আক্তারুজ্জামান, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম, আব্দুল মান্নান, নিরোদ ককার, কাজী আসাদুল ইসলাম, মোফাজ্জল হোসেন, তাওহীদ হোসেনসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং এলাকার সুধিজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুনসুর আলম সুমন।