বঙ্গোপসাগর উত্তাল, আড়ৎ ঘাটে নোঙ্গর করা ট্রলার
আছড়ে পড়ছে বড় বড় ঢেউ, তলিয়ে গেছে মাছের ঘের
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
টানা বৃষ্টিতে পটুয়াখালীর কলাপাড়ায় জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাসা বাড়িতেও পানি প্রবেশ করেছে। এসব এলাকার মানুষের চলাচলে দুর্ভোগে পড়েছে। এছাড়া পানিতে তলিয়ে গেছে অনেক সবজি ক্ষেত। তাই দুশ্চিন্তায় পড়েছেন চাষিরাও।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল নয়টা থেকে শুক্রবার (২ আগস্ট) সকাল নয়টা পর্যন্ত কলাপাড়া উপজেলায় ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
এদিকে, লঘুচাপের প্রভাবে বিক্ষুব্ধ হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রাসহ সব সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে সব মাছ ধরার ট্রলারসমূহকে উপক‚লের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
স্থানীয়রা জানান, বৃষ্টি পানিতে টইটুম্বর করছে খাল বিল। কোনটা খাল আর কোনটা বিল সেটা বোঝার উপায় নেই। বৃষ্টির পানিতে সব একাকার হয়ে গেছে। অনেক নিচু স্থানে পানি জমে ঘরবাড়িতেও ঢুকে গেছে। গত এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে রয়েছি ওইসব পানিবন্ধি মানুষগুলো। তবে এই দূর্ভোগ থেকে মুক্তির জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করছেন তারা।
পৌর শহরের বাসিন্দা শ্যামল ডাকুয়া জানান, কয়েকদিন ধরে বৃষ্টির পানিতে তাদের বসতঘর তলিয়ে রয়েছে। ছোট বাচ্চাদের নিয়ে তিনি আতঙ্কে রয়েছেন।
নীলগঞ্জ ইউনিয়নের কৃষক সুলতান গাজী জানান, এ বছর প্রচুর পরিমাণে করলার চাষ হয়েছে। বাম্পার ফলনে আমরা অনেকটা উচ্ছ্বসিত ছিলাম। বৃষ্টির কারণে চরম ক্ষতির শঙ্কায় রয়েছেন তিনি।
আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রের আড়ৎ মালিক সমিতির সভাপতি মো.জলিল হাওলাদার বলেন, বর্তমানে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সমুদ্রগামী সব মাছ ধরা ট্রলার আড়ৎ ঘাটে নোঙ্গর করে অবস্থান নিয়েছে।