সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদার
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
আলী ইমাম মজুমদার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (১২ আগস্ট) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রঞ্জাপনে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে থাকাকালীন তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আলী ইমাম মজুমদার বিএনপির সময় সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। তিনি সেনাসমর্থিত ড. ফখরউদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের কেবিনেট সচিব ছিলেন। এছাড়া তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টি বোর্ডের সদস্য।