অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাবির ক্লাস-পরীক্ষা
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে সাড়া দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আগামী ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাবেন। এই সময় ক্লাস, পরীক্ষা সবকিছুই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
রবিবার (৩০ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড সংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে সব শিক্ষকদের নিয়ে এক অবস্থান কর্মসূচির আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
এসময় উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ওমর ফারুক সরকার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
২৬ ও ২৭ জুন অর্ধদিবস কর্মবিরতিসহ নানা শান্তিপূর্ণ কর্মসূচি করে এলেও শিক্ষকদের দাবিদাওয়ার ব্যাপারে এখনো সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আসায় সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন রাবির শিক্ষকরা।