অনলাইনে কেনা জন্মদিনের কেক খেয়ে শিশুর মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ২২৮ বার পড়া হয়েছে
ভারতের পাঞ্জাব প্রদেশের পাতিয়ালা শহরে অনলাইনে অর্ডার করা জন্মদিনের কেক খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। জন্মদিনের কেক খেয়ে মারা যাওয়া মানবীর বয়স ১০ বছর।
জন্মদিনে মানবীর পছন্দ অনুযায়ী অনলাইনে একটি চকলেট কেক অর্ডার করা হয়। এদিন সন্ধ্যায় বাড়িতে পরিবারের সবাই একসাথে কেক কাটে। এর কয়েক ঘণ্টার মধ্যেই পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ে। মানবীর অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হলো না। হাসপাতালে নেওয়ার অল্প সময় পর মানবী মারা যায়।
মারা যাওয়া মানবীর দাদা হারবান লাল বলেন, রোববার সন্ধ্যায় জন্মদিনের কেক কাটে মানবী। এরপর চলে আনন্দ-ফুর্তি ও খাওয়া-দাওয়া। রাত ১০টার দিকে পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ে।
তিনি আরও বলেন, মানবীর অবস্থার আরও অবনতি হলে ঘটনার পরদিন সকালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে অক্সিজেন দেওয়া হয় এবং ইসিজি পরীক্ষা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
মানবীর পরিবারের অভিযোগ, ‘কেক কানহা’ বেকারি থেকে যে কেকটি অর্ডরি করা হয়েছিলেঅ, তাতে বিষাক্ত উপাদান ছিল।
এদিকে এ ঘটনায় বেকারি মালিকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে। দেশটির পুলিশ বলেছে, শিশুটির সুরতহাল করা হয়েছে। কেকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।