অটোরিকশা ও মোটরসাইকেলে সংঘর্ষে একজন নিহত
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। নিহত বাকের হোসেনে কবিরহাট উপজেলার যাদবপুর গ্রামের মৃত ইমাম আলীর ছেলে।
শনিবার (১৩ জুলাই) দুপুরে দেড়টার দিকে সেনবাগ উপজেলার ছমির মুন্সিরহাট টু লেমুয়া কুতবেরহাট সড়কের গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার (১৩ জুলাই) দুপুরের দিকে উপজেলার ছমির মুন্সিরহাট বাজার থেকে অটোরিকশায় বাড়ি কবিরহাটের উদ্দেশে রওয়ানা দেয় বাকের। পথে ছমির মুন্সিরহাট টু লেমুয়া কতুবেরহাট সড়কের গোপালপুর নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী বাকের গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে সেনবাগ থানার ওসি মো: নাজিম উদ্দিন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।