প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারাকে গণসংবর্ধনা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে
রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে স্থায়ী সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ দারা এমপিকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৯ মার্চ) বিকাল তিনটায় সাহেব বাজার জিরো পয়েন্টে এই সংবর্ধনা প্রদান করা হয়। রাজশাহী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির মধ্য উপস্থিত ছিলেন রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটি সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
রাজশাহী মহানগর আওয়ামীলীর সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ রাজশাহী জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় শেষে গণসংবর্ধনা প্রদান করেন রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ। এ সময় বাংলাদেশ সরকারের স্থায়ী সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।