https://bangla-times.com/
ঢাকাশনিবার , ১৩ এপ্রিল ২০২৪

স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পাচ্ছে ফিলিস্তিন

বাংলা টাইমস্
এপ্রিল ১৩, ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ণ । ৪৫ জন
Link Copied!

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ‘প্রস্তুত’ ইউরোপের ৩ দেশ। দেশগুলো হলো-স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠকের পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে নিজেরা প্রস্তুত বলে জানায় আয়ারল্যান্ড ও নরওয়ে।-খবর আল জাজিরার।

স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ বলেন, যত তাড়াতাড়ি সম্ভব ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায় স্পেন। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ারও একই কথা বলেন।

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে আমরা প্রস্তুত। সেটি স্পেন এবং ইউরোপের অন্যান্য দেশগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে।

উল্লেখ্য, এর আগে ইউরোপের দেশ মাল্টা ও স্লোভেনিয়া জানিয়েছিল, তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ের প্রধানমন্ত্রীর সাথে মাল্টা ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর বৈঠকের পর তারা যৌথভাবে এ ঘোষণা দেয়।