ডেঙ্গু প্রতিরোধে বিএনপির লিফলেট বিতরণ
বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহরের বিভিন্ন দোকানে ও সাধারণ মানুষের মধ্যে এডিস মশা থেকে রক্ষায় গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাগেরহাটে ৬ অক্টোবর থেকে জেলাব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক লিফলেট বিতরণ করছে বিএনপি।
বাগেরহাটে লিফলেট বিতরণকালে অন্যান্যেরা মধ্যে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, মেহেবুবুল হক কিশোর, হাদিউজ্জামান হিরো, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, বিএনপি শেখ মাহাবুবুর রহমান টুটুল, নেতা শেখ নজরুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড মোশারেফ হোসেন মন্টু, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, জেলা জাসাসের সভাপতি মো. কামরুজ্জামান প্রমূখ।