স্মৃতিসৌধ ও শহীদ মিনারে প্রধান বিচারপতির শ্রদ্ধা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তার সাথে সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরাও ছিলেন।
সোমবার (১২ আগস্ট) সকাল সোয়া ৭টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপর জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তারপর সকাল সাড়ে ৭টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন বিচারপতিদের গাড়িবহর। সেখান থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে যান।
এদিকে, নতুন প্রধান বিচারপতির নির্দেশে ৭ দিন বন্ধ থাকার পর সোমবার (১২ আগস্ট) খুলছে হাইকোর্ট বিভাগ। ৮ বেঞ্চে সীমিত পরিসরে চলবে বিচারকাজ।
শনিবার দুপুরে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একই দিন রাতে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয় সৈয়দ রেফাত আহমেদকে। রোববার রেফাত আহমেদকে বঙ্গভবনে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।