এইচএসসির সব পরীক্ষা স্থগিত
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান অস্থিরতার কারনে এইচএসসির সব পরীক্ষা ২৫ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছ। বিঞ্জপ্তিতে স্বাক্ষর করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
বিঞ্জপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ২১ জুলাই, ২৩ জুলাই এবং ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তিতে জানানো হবে। তবে আগামী ২৮ জুলাই পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।
এর আগে ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিলো। ১৬ জুলাই (মঙ্গলবার) রাতে আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, অনিবার্য কারণবশত আগামী ১৮ জুলাই অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
তবে আগামী ২১ জুলাই থেকে পরীক্ষা পূর্বঘোষিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান কোটাবিরোধী আন্দোলে উদ্ভূত পরিস্থিতির পেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপত্তায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ বন্ধ থাকবে।