বিদ্যুৎস্পৃষ্টে ৬ জনের মৃত্যু: পল্লী বিদ্যুতের ৩ কর্মকর্তা বরখাস্ত
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী গ্রামে বিদ্যুৎপৃষ্টে এক পরিবারের ৬ জনের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে এক কর্মচারীকে চাকরিচ্যুত করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
পল্লী বিদ্যুতের মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের মহাব্যবস্থাপক এ বি এম মিজানুর রহমান এ ত্যত নিশ্চিত করেন।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলো- পল্লী বিদ্যুতের বড়লেখা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সোহেল রানা চৌধুরী, জুড়ী কার্যালয়ের ইনচার্জ রেজাউল করিম তালুকদার ও সহকারী মহাব্যবস্থাপক আশরাফুল হুদা।
এরমধ্যে সোহেল রানা চৌধুরীকে পবিসের সিলেটে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়, আশরাফুল হুদাকে কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় এবং রেজাউলকে বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। চাকরিচ্যুত কর্মচারী হলেন, শিক্ষানবিশ লাইনম্যান মো. আশিক।
মহাব্যবস্থাপক এ বি এম মিজানুর রহমান জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) মানবসম্পদ বিভাগের পরিচালক একরামুল হাসান স্বাক্ষরিত চিঠিতে চার কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়। ১ এপ্রিল থেকে তা কার্যকর হয়েছে।
জানা যায়, জুড়ী উপজেলার পূর্ব গোয়ালবাড়ী গ্রামে রহমত আলী নামের এক ব্যক্তির জমিতেঘর বানিয়ে বাক্প্রতিবন্ধী ফয়জুর রহমান (৫০) পরিবারের সদস্যদের নিয়ে থাকতেন। তার ঘরের ওপর দিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন টানানো ছিল।
চলতি বছরের ২৬ মার্চ ভোরে ফয়জুর রহমানের ঘরের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে ওই পরিবারের ৫ সদস্য ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া (১৫ ), সাবিনা (৯) এবং একমাত্র ছেলে সায়েম উদ্দিন (৭) মারা যান। এর পরদিন আহত ফয়জুর রহমানের ছোট মেয়ে সোনিয়া আক্তার (৮) ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায়।