ঝিকরগাছায় যৌথবাহিনীর অভিযানে ৫ যুবক আটক

- সংবাদ প্রকাশের সময় : ১১:২৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের টাওরা গ্রামে বিশেষ অভিযানে চাইনিজ হাতকুড়াল ও তিনটি মোটরসাইকেলসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (১১ জুন) বিকেল এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঝিকরগাছা উপজেলার বারবাকপুর মাদরাসাপাড়া এলাকার কিবরিয়া পারভেজের ছেলে নাঈম হোসেন (২০), বারবাকপুর বিশ্বাসপাড়া এলাকার মৃত অলিয়ার রহমানের ছেলে মেহেদী মোড়ল (২০), বারবাকপুর শেখপাড়া এলাকার শেখ ফিরোজ হাসানের ছেলে মো. শাওন হোসেন (২৫), বোধখানা পূর্বপাড়া গ্রামের এম এম সাঈদের ছেলে ওয়ালিদ (২০), এবং বারবাকপুর শেখপাড়া গ্রামের শেখ কলিমউদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান আশিক (২২)।
অভিযানে নেতৃত্ব দেওয়া যৌথ বাহিনীর এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাওরা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ হাতকুড়াল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারের পর আসামিদের থানায় নিয়ে আসা হলে শিওরদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) বেলাল হোসেন বাদী হয়ে ২০০২ সালের আইন-শৃঙ্খলা বিঘœকারী (দ্রæত বিচার) আইনের ৪/৫ ধারায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।