মোরেলগঞ্জে বিএনপি নেতা কাজী শিপনের ঈদ পরবর্তী শুভেচ্ছা

- সংবাদ প্রকাশের সময় : ১১:২৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোরেলগঞ্জে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানাতে দুই যুগ পর মাঠ পর্যায়ে জনগণকে দলে সম্পৃক্ত করা, দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং দলীয় প্রচারণার অংশ হিসেবে মোরেলগঞ্জ উপজেলা,পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ১ হাজারের অধিক মটর শোভাযাত্রা করেছে। শোভাযাত্রায় মোরেলগঞ্জের প্রতিটি ইউনিয়নের নবগঠিত কমিটির সভাপতি, সম্পাদক সহ অনন্য নেতৃবৃন্দ যোগ দেয় ।
এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে নেতৃত্ব দেন বাগেরহাট জেলা বিএনপি নেতা,(বাগেরহাট-৪) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
১১ জুন (বুধবার) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত ঈদ পুর্নমিলনিতে প্রধান অতিথি কাজী খায়রুজ্জামান শীপনকে নেতাকর্মীরা মটর শোভাযাত্রা দিয়ে বরন করে নেন। স্হানীয় বিএনপির নেতৃবৃন্দ ধানের শীষ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে “তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে, দুর্দীনের শিপন ভাই,আমরা তোমায় ভুলি নাই” ধ্বনিতে আওয়াজ তুলতে দেখা যায়।
পরবর্তীতে বিকেল ৫ টায় রামচন্দ্রপুর ইউনিয়নের একটি হাইস্কুল মাঠে ঈদ পুর্নমিলনী অনুস্টানে প্রধান অতিথির বক্তব্যে কাজী খায়রুজ্জামান শিপন বলেন, ১৭ বছর পরে মোরেলগঞ্জ-শরনখোলার বিএনপির নেতাকর্মীরা এবার মনের আনন্দে ঈদ-উল আযাহা উদযাপন করছে,ঈদের দিন থেকে মোরেলগঞ্জ-শরনখোলায় নেতাকর্মীদের সাথে নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করছি।
এ সময় কাজী শিপন আরও বলেন, সমগ্র জাতি লন্ডনে অন্তর্বর্তী সরকার ও বিএনপির শীর্ষ বৈঠকের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন চলমান রাজনৈতিক সংকট নিরসনে এই বৈঠক টার্নিং পয়েন্ট হতে পরে।নির্বাচিত জন প্রতিনিধিরাই গণ অভুত্থানের আকাঙ্ক্ষা তথা গণতন্ত্র ও বৈষম্যমুক্ত রাষ্ট্র বাস্তবায়নে নিয়ামক ভূমিকা পালন করবে।
ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার খান এর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক ফজলুল রহমানের সঞ্চালনায় অনুস্টানে প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম,অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল,সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা,পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,যুগ্ন আহবায়ক রাসেল আল ইসলাম,আফজাল হোসেন জোমাদ্দার,রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান, উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদল সভাপতি মজনু মোল্লা,পৌর শ্রমিকদল সভাপতি মাসুদ খান চুন্নু,পৌর সেচ্ছাসেবক দল সদস্য সচিব মেহেদী হাসান কুদ্দুছ, দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ডিয়ার, সাধারণ সম্পাদক লিটন হাওলাদার, চিংড়িখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ছোবাহান,সাধারণ সম্পাদক মামুন খাঁ,বলইবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর ফকির,সাধারন সম্পাদক ইদুল হাওলাদার,নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফ,১৫ নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,হোগলাপাশা ইউনিয়ন বিএনপি,বনগ্রাম ইউনিয়ন বিএনপি সহ স্হানীয় বিএনপির অনন্য নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরিশেষে ঈদের আনন্দ ভাগাভাগি, পরস্পর নেতাকর্মীদের ভালোবাসা, সহমর্মিতা,ভ্রাতৃত্ববোধ, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।