কাস্টমস অফিসে অসামাজিক কার্যকলাপ, গ্রেফতার ৩

- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
বাগেরহাট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসে রাতভর অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক যুবতীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) গভীর রাতে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বাগেরহাট স্টেডিয়াম সংলগ্ন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের তালা ভেঙ্গে বাগেরহাট সদর থানা পুলিশ যুবতীসহ ৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে ফখরুল ইসলাম বাবু বাগেরহাট শহরের আলিয়া মাদরাসা রোডের বাসিন্দা, কাস্টমস অফিসের অস্থায়ী কর্মচারী মো. সুমনের বাড়ী বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ও যুবতীর বাড়ী বাগেরহাট সদরের বিঞ্চুপুর এলাকায়।
বাগেরহাট স্টেডিয়াম রোড এলাকার বাসিন্দা শেখ শহীদ জানান, আমি ফজরের নামাজ পড়তে মসজিদে যাবার পথে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে পুলিশ দেখতে পেয়ে ঘটনাস্থলে যাই।এ সময় এক যুবতী ও দুই যুবককে কাস্টমস থেকে বাইরে নিয়ে আসে পুলিশ। ওই যুবতী সে সময় বলতে থাকে ওই দুই যুবক তাকে রাতভর ধর্ষণ করেছে। এ সময় ভ্যাট অফিসের ভিতর মাদক সেবনের বিভিন্ন আলামত দেখতে পাই। এনিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কাস্টমস অফিসের মতো সরকারি স্থানে এমন কর্মকান্ডের কঠোর নিন্দা জানিয়ে জড়িতদের বিচার দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ফখরুল ইসলাম বাবু ওই যুবতীকে টাকার বিনিময়ে রবিবার সন্ধ্যায় শহরের স্টেডিয়াম সংলগ্ন বাগেরহাট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে নিয়ে আসে। ফখরুল ইসলাম বাবু ও কাস্টমস অফিসের অস্থায়ী কর্মচারী মো. সুমন অফিসের কর্মকর্তার এসি রুম খুলে তার মধ্যেই রাতভর ওই যুবতীর সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়। পরে টাকা নিয়ে ওই যুবতীর সাথে গ্রেফতার যুবকের কথা কাটাকাটি ও বাকবিতন্ডা হলে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি সন্দেহ হয়।
ঈদের লম্বা ছুটতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে ভোর রাতে মহিলা ও পুরুষদের চিৎকার চেঁচামেচির বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানায়। পরে খবর পেয়ে বাগেরহাট সদর থানা পুলিশ বাগেরহাট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে প্রধান গেটের তালা ভেঙ্গে অসামাজিক কার্যকলাপের অভিযোগে যুবতীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে সোমবার বিকালে আদালতে প্রেরণ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।