হাত-পা কেটে হাসপাতালে অর্ধশত ‘মৌসুমি কসাইরা’

- সংবাদ প্রকাশের সময় : ০১:৫২:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫ ২০ বার পড়া হয়েছে
মৌসুমি কসাই গরু জবাইসহ কাটাকাটি করতে গিয়ে আহত হয়েছে কমপক্ষে অর্ধশত। এরমধ্যে কারও কেটেছে হাত, কারও পা। কারও হাত-পায়ের রগ কেটেছে। কারও গরুর আঘাতে হাত-পা দুটোই ভেঙে।
শনিবার (৭ জুন) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে রোগী এসেছে ৬৫ জন। এর ভেতর অন্তত ৫০ জনই মৌসুমি কসাই।
শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, পুরো কক্ষ মৌসুমি কসাইতে ভরা। সকাল থেকে জরুরি বিভাগের অধিকাংশ রোগীরই হাত-পা কাটা। রোগীর তথ্য লিখে রাখা খাতায় ৬৫ জন রোগীর তথ্য পাওয়া গেছে।
ঢামেক হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখন পর্যন্ত মোট ৬৫ জন রোগী এসেছে জরুরি বিভাগে। এদের ভেতর অন্তত ৫০ জন মৌসুমি কসাই।
মহাখালীর আক্কাস আলী (৩৯) হাতের রগ কেটে গেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। তিনি বলেন, মাংস কাটার সময় দা স্লিপ করে হাতে লেগেছে। হাতের রগ কেটে গেছে।
সরেজমিন দেখা গেছে, অন্তত ৫ জন চিকিৎসক ও কয়েকজন নার্স মিলে সেবা দিচ্ছেন রোগীদের। এসব চিকিৎসক ও নার্সদের দাবি, সকাল ৮টার পর থেকে বেশি রোগী আসা শুরু করেছে। সময় যত গড়াবে, এ ধরনের রোগীর সংখ্যা তত বাড়বে।