মোরেলগঞ্জে পশুর হাট পরিদর্শনে বিএনপি নেতা কাজী শিপন

- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহৎ একটি পশুর হাট পরিদর্শন করলেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় তিনি উপজেলার কালিকাবাড়ি বাজারের গরু -ছাগলের হাটে উপস্থিত হয়ে পশু বিক্রেতা এবং ক্রেতাদের সাথে কথা বলেন,বাজারের সার্বিক পরিস্থিতি, কোন ধরনের চাঁদাবাজী,অতিরিক্ত হাসিল বা বিএনপির কোন নেতাকর্মী হাটে প্রভাব বিস্তার করছে কিনা সে বিষয়ে খোঁজ নেন বিএনপির এই নেতা।
এ সময়ে কাজী শিপন পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন,বিএনপি বরাবরই পরিছন্ন রাজনীতি করে, কোন চাঁদাবাজ,দখলবাজদের স্হান বিএনপিতে নেই,মোরেলগঞ্জের শান্ত বিএনপির রাজনীতি নিয়ে ষড়যন্ত্র চলছে,আপনারা সতর্ক থাকবেন,আপনাদের সকলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। পরিবার পরিজন নিয়ে শান্তিতে ঈদ উৎসব পালন করুন,যাচাই-বাছাই করে কোরবানির পশু ক্রয় করুন।
মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা,যুগ্ন আহবায়ক রাসেল আল ইসলাম,আফজাল জোমাদ্দার,ইউনিয়ন বিএনপির সভাপতি,সম্পাদক সহ স্হানীয় বিএনপির নেতৃবৃন্দ এ সময় তার সাথে উপস্থিত ছিলেন।