ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

অতিরিক্ত হাসিল আদায়, সেনাবাহিনীর হস্তক্ষেপে টাকা ফেরত

সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ফুলদিঘী পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের একটি দল। বৃহস্পতিবার (৫ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে এই অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা মেলে। পরে ইজারাদারদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত টাকা উদ্ধার করে প্রায় ৫০ জন ক্রেতার কাছে তা ফেরত দেওয়া হয়।

হাট কমিটি সূত্রে জানাগেছে, ঈদুল আযহা উপলক্ষে ফুলদিঘী বাজারে অস্থায়ী কুরবানির পশুর হাট বসেছে। হাটে প্রতিটি ছাগলের জন্য ৩৫০ টাকা করে হাসিল নেওয়া হচ্ছিল, যেখানে সরকারি নির্ধারিত হার ৩০০ টাকা।

অভিযান চলাকালে অতিরিক্ত টাকা আদায়কারীদের শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় সেনাবাহিনী। এতে হাটে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।

ক্রেতা মফিজুল ইসলাম বলেন, প্রতি ছাগলে ৫০ টাকা বেশি নেওয়া হচ্ছিল। সেনাবাহিনী এসে সেই টাকা ফেরত দিয়েছে। এটা সত্যিই ভালো উদ্যোগ।

স্থানীয় বাসিন্দা নাহিদ বলেন, প্রতি বছর ঈদের আগে হাটে বেশি টাকা নেওয়া হয়। আগে কেউ কিছু বললেও ব্যবস্থা হতো না। এবার সেনাবাহিনীর হস্তক্ষেপে সবাই উপকৃত হয়েছে।

এদিকে, ফুলদিঘী হাটের ইজারাদার আনারুল ইসলাম জানান, ভবিষতে আর অতিরিক্ত হাসিল নেওয়া হবে না।

সংশ্লিষ্টরা জানান, হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অতিরিক্ত হাসিল আদায়, সেনাবাহিনীর হস্তক্ষেপে টাকা ফেরত

সংবাদ প্রকাশের সময় : ১০:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ফুলদিঘী পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের একটি দল। বৃহস্পতিবার (৫ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে এই অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা মেলে। পরে ইজারাদারদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত টাকা উদ্ধার করে প্রায় ৫০ জন ক্রেতার কাছে তা ফেরত দেওয়া হয়।

হাট কমিটি সূত্রে জানাগেছে, ঈদুল আযহা উপলক্ষে ফুলদিঘী বাজারে অস্থায়ী কুরবানির পশুর হাট বসেছে। হাটে প্রতিটি ছাগলের জন্য ৩৫০ টাকা করে হাসিল নেওয়া হচ্ছিল, যেখানে সরকারি নির্ধারিত হার ৩০০ টাকা।

অভিযান চলাকালে অতিরিক্ত টাকা আদায়কারীদের শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় সেনাবাহিনী। এতে হাটে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।

ক্রেতা মফিজুল ইসলাম বলেন, প্রতি ছাগলে ৫০ টাকা বেশি নেওয়া হচ্ছিল। সেনাবাহিনী এসে সেই টাকা ফেরত দিয়েছে। এটা সত্যিই ভালো উদ্যোগ।

স্থানীয় বাসিন্দা নাহিদ বলেন, প্রতি বছর ঈদের আগে হাটে বেশি টাকা নেওয়া হয়। আগে কেউ কিছু বললেও ব্যবস্থা হতো না। এবার সেনাবাহিনীর হস্তক্ষেপে সবাই উপকৃত হয়েছে।

এদিকে, ফুলদিঘী হাটের ইজারাদার আনারুল ইসলাম জানান, ভবিষতে আর অতিরিক্ত হাসিল নেওয়া হবে না।

সংশ্লিষ্টরা জানান, হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানান তিনি।