বললেন রুহুল কবির রিজভী
জুবাইদা ও জাইমা রহমানের নামে অপপ্রচার চালানো হচ্ছে

- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জিয়া পরিবারকে হেয় করতে সোশ্যাল মিডিয়ায় জুবাইদা রহমান ও জাইমা রহমানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে অপপ্রচার চালানো হচ্ছে ।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
এসময় রুহুল কবির রিজভী জানান, এ ধরণের অপপ্রচার রোধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেয়া হবে। ড. জুবাইদা রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি আরো বলেন, ‘এ কাজ দুষ্টচক্রের উদ্দেশ্যপ্রণোদিত, এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে, জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। আমরা এহেন গর্হিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
এসময় তিনি অপকর্মের সাথে যারা জড়িতদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোড় দাবিও জানিয়েছেন।’