যুক্তরাষ্ট্রে প্রবেশে ১২ দেশের নাগরিকদের নিষেধাজ্ঞা

- সংবাদ প্রকাশের সময় : ১১:২৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ১২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২টি দেশের নাগরিকদের ওপর পূর্ণাঙ্গ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। পাশাপাশি আরো ৭টি দেশের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হোয়াইট হাউস সূত্রে এ তথ্য জানা গেছে।
এ নিষেধাজ্ঞা অভিবাসী ও অ-অভিবাসী উভয় শ্রেণির ভিসাধারীদের ওপর প্রযোজ্য হলেও কিছু ব্যতিক্রম রয়েছে। যেমন, বৈধ স্থায়ী বাসিন্দা, বিদ্যমান বৈধ ভিসাধারী, নির্দিষ্ট ভিসা বিভাগ এবং মার্কিন জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ব্যক্তি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।
বিবিসি জানিয়েছে, নিষেধাজ্ঞায় থাকা ১৯টি দেশের মধ্যে ১০টিই আফ্রিকান রাষ্ট্র। আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, নিরক্ষীয় গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন, এই ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ “সম্পূর্ণভাবে সীমাবদ্ধ এবং সীমিত” করা হয়েছে।
আংশিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, রুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলার নাগরিকরা।
বুধবার (৪ জুন) ট্রাম্প এ–সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন। আগামী সোমবার থেকে এটি কার্যকর করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, কলোরাডোতে ইহুদিদের একটি র্যালিতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তি দেশটিতে অবৈধভাবে অবস্থান করছিলেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
এর আগে, ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদেও সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে জো বাইডেন ২০২১ সালে প্রেসিডেন্ট হওয়ার পর ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন।