ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অবসরের পর মিলবে ৩০% নগদ, মাসিক ন্যূনতম পেনশন ৪০ হাজার টাকা

সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিম এবং স্বাস্থ্য বীমার আওতায় আসতে যাচ্ছেন। তাদের অবসরের পর নিশ্চিত আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এই উদ্যোগ নিচ্ছে।

বুধবার (৪ জুন) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারও উপস্থিত ছিলেন।

এসময়সি নিয়র সচিব জানান,বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা তাদের বেতনের ১০ শতাংশ কন্ট্রিবিউট করে থাকেন, কিন্তু তা পর্যাপ্ত নয়। তাই যারা অবসরের আগে অন্তত ১০ বছর চাকরির সুযোগ রাখেন, তারা সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হতে পারবেন।

নতুন পেনশন ব্যবস্থার আওতায় যারা আসবেন, তারা অবসরের সঙ্গে সঙ্গে ৩০ শতাংশ টাকা নগদ পাবেন, যা বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনে কাজে লাগবে। পাশাপাশি, মাসিক পেনশন ন্যূনতম ৪০ হাজার টাকার নিচে হবে না, এমন নিশ্চয়তা দেওয়া হচ্ছে। যদি কারও পেনশন গ্রহণের সময়সীমা ১৫ বছর হয়, তবে সে সময়ের মোট পেনশন বর্তমান সুযোগ-সুবিধার চেয়ে কম হবে না।

এছাড়াও, শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে তাদের জন্য স্বাস্থ্য বীমা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সচিব বলেন, অবসরের পর অনেক শিক্ষক নানা শারীরিক জটিলতায় ভোগেন। তাই তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বীমা সংযোজন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবসরের পর মিলবে ৩০% নগদ, মাসিক ন্যূনতম পেনশন ৪০ হাজার টাকা

সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিম এবং স্বাস্থ্য বীমার আওতায় আসতে যাচ্ছেন। তাদের অবসরের পর নিশ্চিত আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এই উদ্যোগ নিচ্ছে।

বুধবার (৪ জুন) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারও উপস্থিত ছিলেন।

এসময়সি নিয়র সচিব জানান,বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা তাদের বেতনের ১০ শতাংশ কন্ট্রিবিউট করে থাকেন, কিন্তু তা পর্যাপ্ত নয়। তাই যারা অবসরের আগে অন্তত ১০ বছর চাকরির সুযোগ রাখেন, তারা সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হতে পারবেন।

নতুন পেনশন ব্যবস্থার আওতায় যারা আসবেন, তারা অবসরের সঙ্গে সঙ্গে ৩০ শতাংশ টাকা নগদ পাবেন, যা বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনে কাজে লাগবে। পাশাপাশি, মাসিক পেনশন ন্যূনতম ৪০ হাজার টাকার নিচে হবে না, এমন নিশ্চয়তা দেওয়া হচ্ছে। যদি কারও পেনশন গ্রহণের সময়সীমা ১৫ বছর হয়, তবে সে সময়ের মোট পেনশন বর্তমান সুযোগ-সুবিধার চেয়ে কম হবে না।

এছাড়াও, শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে তাদের জন্য স্বাস্থ্য বীমা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সচিব বলেন, অবসরের পর অনেক শিক্ষক নানা শারীরিক জটিলতায় ভোগেন। তাই তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বীমা সংযোজন করা হচ্ছে।