যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরে যাচ্ছেন ৯ জুন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর এটিই তার প্রথম ইউরোপ সফর। বুধবার (৪ জুন) এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।
এসময় পররাষ্ট্র সচিব বলেন, ‘সফরটি অত্যন্ত গুরুত্ব দেয়া হচ্ছে। দেশের সংস্কার কার্যক্রমে যুক্তরাজ্যের সমর্থন গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আলাপ হবে। সফরে প্রধান উপদেষ্টা ইউকের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে। এলডিসি-উত্তর বাণিজ্য সুবিধা আদায়ে চেষ্টা করা হবে।’
এ ছাড়াও সফরে শিক্ষা, সংস্কৃতি, তথ্য প্রযুক্তি বিষয়ে সহযোগিতাসহ দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়েও আলাপ হবে বলে জানান পররাষ্ট্র সচিব।
রুহুল আলম সিদ্দিকী বলেন, ‘সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তাসহ তাদের জন্য ফান্ডিং সহায়তা চাওয়া হবে। ১২ জুন প্রধান উপদেষ্টা রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন।